অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে একদল বিএনপির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে রমনা থানাধীন মিন্টো রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।

ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ক্ষুব্ধ জনতা সিদ্দিককে আটকের পর আমাদের হেফাজতে রেখেছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা তদন্ত হচ্ছে।

এদিকে ঘটনার কিছুক্ষণ পরেই সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় মারধরকারী সিদ্দিককে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন।

ভিডিওতে একজনকে ধারাবিবরণীতে বলতে শোনা যায়, আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি। সে আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছিল।

উল্লেখ্য, সিদ্দিকুর রহমান সিদ্দিক দেশের টেলিভিশন অঙ্গনে একজন পরিচিত মুখ, যিনি নানা হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিলেন সিদ্দিক। কিন্তু একবারও প্রার্থী হতে পারেনি তিনি।

শেয়ার করুন