এবার অপু-ফারিয়া-জায়েদ-শাওনসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা হঠাৎ করেই খবরে। চলচ্চিত্র নয়, বরং একটি হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে আলোচনায় তারা। অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, জায়েদ খান, মেহের আফরোজ শাওনসহ ১৭ জন শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে এ শিল্পীদের। মামলার বাদী এনামুল হক।

গত ২৭ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ মামলা করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পুলক চন্দ্র দাস। তিনি জানান, গত ২৭ মার্চ আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণের জন্য ভাটারা থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চার শ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে সরকারপক্ষের অর্থদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

আসামির তালিকায় আরও আছেন সুবর্ণা মুস্তফা, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিমসহ আরও অনেকে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আদালত থেকে তদন্তের জন্য পুলিশের কাছে এসেছে এবং তা নিয়মতান্ত্রিকভাবে অনুসন্ধান করা হচ্ছে।

শেয়ার করুন