বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

মত ও পথ ডেস্ক

প্রতীকী ছবিটি ইন্টারনেট সূত্রে সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। ফলে তেলের দামে গত তিন বছরের মধ্যে মাসিকিভিত্তিতে সবচেয়ে বড় পতন হয়েছে। মূলত বাণিজ্যযুদ্বের কারণে তেলের চাহিদা কমার ইঙ্গিত রয়েছে। তাই এক্ষেত্রে পতন অব্যাহত রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ৫৯ দশমিক ৬৩ ডলার হয়েছে।

এই মাসে এখন পর্যন্ত ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ কমেছে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন