গাজীপুরে ইমাম হত্যার ঘটনায় ১৭ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই কেউ

নিজস্ব প্রতিবেদক

প্রথমে কয়েকঘন্টা দলবদ্ধভাবে পিটিয়ে পুলিশে সোপর্দ, পরবর্তী সময়ে গাজীপুর জেলা কারাগারে ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মাজেদা আক্তারের দায়েরকৃত অভিযোগ ৬ দিন পর হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। গত শুক্রবার পূবাইল থানায় করা এ মামলায় তিনি ১৭ জনের নাম উল্লেখ করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২৫ থেকে ৩০ জনকে।

পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার বাসিন্দা রইস উদ্দিন গাজীপুর মহানগরের তাল গাছিয়ারটেক আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে অপবাদ দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

মামলার এজাহারে মাজেদা আক্তার উল্লেখ করেছেন, তাঁর স্বামী জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজের আগে মসজিদের মুসল্লিদের উদ্দেশে কোরআন ও সুন্নাহের আলোকে ধর্মীয় বয়ান দিতেন। হায়দারাবাদ এলাকার এক পক্ষ বয়ান পছন্দ করত এবং অন্য পক্ষ প্রতিনিয়ত হিংসা-বিদ্বেষ করত। বিরোধী পক্ষ রইস উদ্দিনকে মসজিদ থেকে বিতাড়িত করার চেষ্টা করত। পরে বিবাদীদের মধ্যে একজনের সন্তানকে ধর্ষণের নাটক সাজিয়ে গাছে বেঁধে গত রোববার সকালে গাছে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে মাথার চুল কেটে জুতার মালা গলায় দেয় এবং মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় তারা। বিষয়টি পরিবারকে না জানিয়ে চার ঘণ্টা পর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে রইস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে ওইদিন রাতেই তিনি মারা যান।

আরও পড়ুন >> ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

শনিবার ওসি আমিরুল ইসলাম বলেন, রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে রইস উদ্দিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সারাদেশে আন্দোলন করে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শী জনতা। শুক্রবার তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা এবং শনিবার চট্টগ্রামের নিউমার্কেট চত্ত্বরে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। আজ রোববার গাজীপুর প্রেসক্লাবে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা। মানববন্ধনে ইসলামি চিন্তাবিদ মুফতি গিয়াসউদ্দিন তাহেরীসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষ আলেমবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে মত ও পথ।

শেয়ার করুন