এশিয়ার নির্মাতাদের জন্য চালু হলো শর্ট ফিল্ম ফান্ড

মত ও পথ ডেস্ক

এশিয়ার নির্মাতাদের জন্য চালু হলো শর্ট ফিল্ম ফান্ড
সংগৃহীত ছবি

হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সোসাইটি এবং নাউনেস এশিয়া যৌথভাবে এশিয়ান শর্ট ফিল্ম ফান্ড চালু করেছে। এই তহবিলের লক্ষ্য হলো এশিয়া অঞ্চলের উদীয়মান পরিচালক ও প্রযোজকদের অর্থ সহায়তা ও শিল্প নির্দেশনা প্রদান।

ফান্ডটির সফটওয়ার লঞ্চ হয় গত মার্চে। তখন হংকং ফিলমার্কেট চলছিল। এতে ছবি জমা দেয়া যাবে ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত।

জানা গেছে, প্রথম ধাপে তিনটি শর্ট ফিল্ম প্রজেক্ট নির্বাচন করা হবে। এ তিনটি ছবি সর্বোচ্চ ৩৫,০০০ ডলার পর্যন্ত অনুদান পাবে। পাশাপাশি নির্বাচিতরা এশিয়ার খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে মেন্টরশিপ এবং স্ক্রিপ্ট থেকে প্রোডাকশনসহ নানা রকম সহায়তা পাবেন।

এই শর্ট ফিল্মগুলো ২০২৬ সালে হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে প্রিমিয়ার হবে।

হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সোসাইটির নির্বাহী পরিচালক অ্যালবার্ট লি বলেন, ‘আমরা এশিয়ার সাহসী, মৌলিক গল্পের নির্মাতাদের উৎসাহিত করতে চাই। শিল্প ও সৃজনশীলতার মধ্যে সেতুবন্ধ তৈরি করে আমরা এমন গল্প তুলে আনতে চাই যা এই অঞ্চলের বৈচিত্র্য ও গতিশীলতাকে তুলে ধরে। এশিয়ান শর্ট ফিল্ম ফান্ড আমাদের সেই অঙ্গীকারেরই প্লাটফর্ম।’

আরও জানা গেছে, প্রাথমিকভাবে ১০টি প্রজেক্ট শর্টলিস্ট করা হবে। সেই ছবিগুলোর নির্মাতারা আগস্টের শুরুতে অনলাইন পিচ সেশনে অংশগ্রহণ করবেন। এরপর তাদের জন্য থাকবে বিভিন্ন দেশের সিনেমা ইন্ডাস্ট্রি মেন্টরের সঙ্গে আলাদা বৈঠক। সেখান থেকে চূড়ান্ত তিন বিজয়ীর নাম আগস্টের শেষ দিকে ঘোষণা করা হবে।

শেয়ার করুন