কারাগারে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নিজস্ব প্রতিবেদক

সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে অভিযান শুরুর সাড়ে ছয় ঘণ্টা পর ভোরে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন