গত ৮ মাসে শেয়ারবাজার থেকে লুট হয়েছে ৯০ হাজার কোটি টাকা: বিসিএমআইএ

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার
ফাইল ছবি

গত ৮ মাসে দেশের শেয়ারবাজার থেকে এক হাজার পয়েন্টের বেশি সূচক পতনের মধ্য দিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। শনিবার রাজধানীর সিএমজেএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক একদিনে ১৪৯ পয়েন্ট বা ৩.০২ শতাংশ কমে দাঁড়ায় ৪৮০২ পয়েন্টে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ একদিনে পতন। বিনিয়োগকারীদের মতে, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারে যে লুটপাট শুরু হয়েছে, তা বিনিয়োগকারীদের আস্থায় বড় আঘাত হেনেছে।

সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন বলেন, আট মাস পেরিয়ে গেছে, অথচ এই সময়ে কেউ কিছুই বুঝে উঠতে পারেনি। এই স্বৈরাচারী সরকারের সহযোগীরা এতদিন ক্ষমতায় থেকে যেভাবে পুঁজিবাজার লুট করেছে, তা গত ১৫ বছরের চেয়েও ভয়াবহ—এই আট মাসেই প্রায় ৯০ হাজার কোটি টাকা লুট হয়েছে।

তিনি আরও বলেন, ৯০ শতাংশ বিনিয়োগকারী তাদের মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। বাজার আবারও নেতিবাচক ধারায় প্রবেশ করেছে।

ইকবাল হোসেন বলেন, আমরা কেবল শেয়ারবাজারের দিকেই তাকিয়ে নেই। শেয়ারবাজার বাঁচাতে হলে দেশকেও বাঁচাতে হবে। দেশের অস্থিরতা, বিশৃঙ্খলা ও অর্থনৈতিক ধ্বংসের বিরুদ্ধেও আমাদের অবস্থান নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ রোববার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস অর্থ উপদেষ্টা ও বাজার সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক করবেন। তবে বিনিয়োগকারীদের অভিযোগ, ওই বৈঠকে এমন কাউকে রাখা হয়নি, যিনি বাস্তবভিত্তিক ও কার্যকরভাবে শেয়ারবাজার উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

শেয়ার করুন