পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না ভারত: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

নরেন্দ্র মোদি

পাকিস্তানের পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী সর্বদা সতর্ক আছে। আকাশ থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না।

আজ সোমবার রাত সাড়ে ৮টায় কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

ভাষণের শুরুতে পেহেলগামে হামলার বর্বরতার জন্য দুঃখ ও নিহত ২৬ জনের জন্য শোক প্রকাশ করেন। একই সঙ্গে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর কেবল একটি নাম নয়; এটি আমাদের জনগণের আবেগের প্রতিফলন। এটি ন্যায়বিচারের প্রতি দৃঢ় অঙ্গীকার। একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে, তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। এখন প্রত্যেক সন্ত্রাসী এটা জানে।’

মোদি বলেন, ‘ভারত আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না। গত ৭ মে বিশ্ব এই প্রস্তাবকে কার্যকর হতে দেখেছে। আমরা তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে হামলা করেছি… তারা কখনও ভাবেনি ভারত তাদের ওপর হামলা করবে। কিন্তু যখন ভারতীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাকিস্তানে হামলা চালায়, তখন এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ভিত্তি কেঁপে ওঠে… তারা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছে… আমরা তাদের কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যখন আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে, তখন শুধু তাদের ভবনই নয়, তাদের চেতনাও ভেঙে ফেলা হয়েছিল… ভারত পাকিস্তানের হৃদয়ে আক্রমণ করেছিল। আমরা তাদের বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলাম, পাকিস্তান আমাদের কর্মকাণ্ডে হতবাক হয়ে গিয়েছিল…এবং যুদ্ধবিরতির জন্য আবেদন করতে হয়েছিল।’

মোদি বলেন, ভারত সন্ত্রাসবাদী এবং তাদের পৃষ্ঠপোষকদের মধ্যে পার্থক্য করবে না। একইভাবে, পাকিস্তানের সাথে কোনও বাণিজ্য হবে না এবং কাশ্মীরের সন্ত্রাসবাদের বিষয়টি না থাকলে কোনও আলোচনা হবে না, তিনি বলেন।

সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’

তিনি বলেন, পাকিস্তানকে যদি বাঁচতে হয়, ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মুল করতে হবে।

মোদি বলেন, জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় আমরা প্রস্তুত নই…যদি না সেটা পাক-অধিকৃত কাশ্মীর ইস্যুতে হয়।

এর আগে, নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন