পর্দা উঠলো মর্যাদাপূর্ণ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১টা ১৫ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজনে নানা দেশের তারকারা এতে অংশ নেন। হাজির হয়েছেন বরেণ্য সব পরিচালক ও প্রযোজক। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।
মঙ্গলবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবার্ট ডি নিরো। তিনি তার অভিনয় জীবনের জন্য অনারারি পাম ডি’অর পুরস্কার গ্রহণ করেন। ঘোষণা করা হয়েছে, আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে।
এবারের উদ্বোধনী ফিল্ম হিসেবে দেখানো হয়েছে অ্যামেলি বনিনের ‘লিভ ওয়ান ডে’। আমেলি বনিন তার প্রথম চলচ্চিত্রেই প্রমাণ করেছেন তিনি শিল্পের একটি নতুন ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম।
এবার উৎসবে আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। ২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুসের ‘মিশন ইমপসিবল’র স্পেশাল স্ক্রিনিং হবে। ফ্রান্সের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে’ ১৪ মে বুধবার এই সিনেমা দেখানো হবে।
এবারে মূল প্রতিযোগিতায় ২২টি ছাড়াও আঁ সাঁর্তে রিগা বিভাগে ২০টি, প্রতিযোগিতার বাইরে ১২টি, কান প্রিমিয়ারে ১০টি, স্পেশাল স্ক্রিনিংসে ৯টি, কান ক্ল্যাসিকসে ৩০টি, সিনেমা দ্যু লা প্লাজে ১৬টি, শর্টফিল্ম প্রতিযোগিতায় ১১টি, শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফ-এ ১৬টি ও ইমারসিভ প্রতিযোগিতায় ১৬টিসহ মোট ১৬২টি পূর্ণদৈর্ঘ্য, মাঝারি দৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে গ্রাঁ প্রিঁ, জুরি পুরস্কার, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য ও সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
বাংলাদেশ ও ‘আলী’
এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। এর মাধ্যমে কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রথমবার উড়বে লাল-সবুজ পতাকা। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। আলীর মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা।