কান চলচ্চিত্র উৎসব মানেই বিশ্বের বড় বড় তারকার উপস্থিতি। লাল গালিচায় হাঁটতে হাঁটতে হাসি আর উড়ন্ত চুমু ছুড়ে দেওয়ার নান্দনিক দৃশ্য। এবারের কান উৎসবও এর ব্যতিক্রম নয়। এবারের উৎসবে এসে মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং কথা বললেন তার নতুন ছবি ‘The Apprentice’-এ নিজের চরিত্র রয় কোহন সম্পর্কে। ছবিটি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থান নিয়ে নির্মিত, যেখানে কোহন ছিলেন তার গুরুত্বপূর্ণ এক মেন্টর।
স্ট্রং বলেন, ‘আজকের সময়ে যখন সত্য প্রতিনিয়ত হুমকির মুখে, তখন সিনেমা আমাদের চিন্তাশক্তিকে জাগিয়ে তোলে এবং সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখায়।’ তিনি আরও বলেন, ‘এই বছর কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে কাজ করা যেন একধরনের ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টা। একদিকে রয় কোহনের মতো চরিত্রের প্রতিনিধিত্ব, অন্যদিকে বিচারক হিসেবে দাঁড়ানো।’
জেরেমি স্ট্রংয়ের এই বক্তব্য শুধু তার অভিনয় দক্ষতা নয়, বরং তার সামাজিক ও নৈতিক সচেতনতার দিক তুলে ধরে। ‘The Apprentice’ ইতিমধ্যেই নানা মহলে আলোড়ন তুলেছে এবং তার চরিত্র ঘিরে উৎসবের অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। দর্শকের সামনে জেরেমি স্ট্রং আবারও বললেন, ‘সিনেমা শুধু বিনোদন নয়, বরং সত্য অনুসন্ধানের একটি শক্তিশালী মাধ্যম।’
গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।