পুতিন একেবারে পাগল হয়ে গেছেন : ট্রাম্প

মত ও পথ ডেস্ক

ট্রাম্প-পুতিন
ট্রাম্প-পুতিন। ফাইল ছবি

গত কয়েকদিন ধরে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে মস্কোর বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুশি নন। তিনি পুতিনকে নিয়ে এক প্রকার তিরস্কার করে বলেছেন, তার (পুতিন) কী হয়েছে? সে অনেক মানুষকে হত্যা করছে। তিনি পুতিনকে ‌‘একদম পাগল’ বলেও উল্লেখ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন যে, রাশিয়ার সাম্প্রতিক হামলার বিষয়ে ওয়াশিংটনের ‘নীরবতা’ পুতিনকে উৎসাহিত করছে। মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞাসহ জোরালো চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

গত রোববার রাতে ইউক্রেনে রাশিয়া ৩৬৭টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কমপক্ষে ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর এটা ছিল এক রাতে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা।

সোমবার ভোরেও ইউক্রেনের বিভিন্ন স্থানে আবারও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এক শিশুসহ কমপক্ষে তিনজন আহত হয়েছে।

রোববার রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পুতিন সম্পর্কে বলেন, আমি তাকে অনেকদিন ধরে চিনি, সবসময় তার সাথেই মিশেছি, কিন্তু সে শহরে রকেট পাঠাচ্ছে এবং মানুষ হত্যা করছে এবং আমি এটা মোটেও পছন্দ করি না।

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর কথা বিবেচনা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, অবশ্যই। মার্কিন প্রেসিডেন্ট এর আগেও বারবার এটি করার হুমকি দিয়েছেন কিন্তু এখনও মস্কোর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা কার্যকর করেননি।

এরপরেই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, ‘পুতিন একেবারে পাগল হয়ে গেছেন।’ তিনি আরও বলেন, আমি সবসময় বলেছি যে তিনি (পুতিন) পুরো ইউক্রেন চান, কেবল এর এক টুকরো নয় এবং সম্ভবত এটি সঠিক প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন তবে এটি রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়েও কড়া ভাষায় কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, জেলেনস্কি যেভাবে কথা বলছেন সেভাবে কথা বলে তিনি তার দেশের কোনো উপকার করছেন না। তিনি বলেন, তার (জেলেনস্কির) তার মুখ থেকে বেরোনো সবকিছুই সমস্যার সৃষ্টি করছে। আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ করাই ভালো।

শেয়ার করুন