বাড্ডায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার হয়নি আসামি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা কামরুল আহসান সাধন নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় মামলাটি করেন।

আজ সোমবার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলায় আসামিদের অজ্ঞাতপরিচয় দেখানো হয়েছে।

এদিকে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত ঘটনার এখনো কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ বলছে, হত্যার সঙ্গে জড়িত যে দুইজন ছিল তাদের শনাক্তে কাজ চলছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দারা মাঠে কাজ করছে।

রোববার রাত ১২টার দিকে বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ঘটনার সময় সাধন স্থানীয় কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তরা সেখানে ঘোরাঘুরি করছিল বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, দুইজন অস্ত্রধারী হেঁটে এসে পেছন থেকে সাধনকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

শেয়ার করুন