সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবন এ শিল্পীর। নিয়মিত গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো করছেন। আগামী ১২ জুলাই ইয়ামাহা মিউজিকের আয়োজনে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে একটি একক কনসার্টে গাইবেন বাপ্পা মজুমদার। সঙ্গে থাকবেন তার ব্যান্ড দলছুটের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে বাপ্পা মজুমদার বলেন, ‘প্রথমত, যে কোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমি মনে করি এ ধরনের একক শো আরও অনেক অনেক বেশি হওয়া উচিত। কারণ, বছরজুড়ে আমরা যে ধরনের প্রোগ্রাম করি, সেটা তো আমরা চাই, একটা আয়োজন হয়, গান গেয়ে চলে আসি। কিন্তু একক শো-তে যা হয়-একজন শিল্পী তার পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন এবং পুরো আয়োজনটিই হয় সেই শিল্পীকে ঘিরে।’
জানা যায়, শ্রোতাপ্রিয় বিভিন্ন গান এই আয়োজনে ভিন্ন আঙ্গিকে পরিবেশন করবেন বাপ্পা মজুমদার। ভেন্যু রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার। ইতিমধ্যে গেটসেট রক ওয়েবসাইটে এই একক শো’র টিকিট পাওয়া যাচ্ছে।
বাপ্পা মজুমদারের বহু জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়োস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‘বাজি’, ‘লাভ-ক্ষতি’, ‘আমার চোখে জল’, ‘ছিল গান ছিল প্রাণ’ ও ‘কোথাও কেউ নেই’।
সর্বশেষ গত বছর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে ‘বাপ্পা মজুমদার অডিসি’-তে একক পারফরম্যান্স করেছিলেন।