জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন আরও ৫০৫ রান

মত ও পথ ডেস্ক

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ। সংগৃহীত ছবি

প্রথম ইনিংসেই ম্যাচ জয়ের জন্য যা করার করে ফেলেছিলো দক্ষিণ আফ্রিকা। শুধু ইংল্যান্ড নয়, ‘বাজবল’ ক্রিকেট খেললো প্রোটিয়ারাও। বুলাওয়ের কুইন্স পার্ক স্টেডিয়ামে প্রথম দিনই ৪১৮ রান করেছিলো বর্তমান টেস্ট বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর জবাব দিতে নেমে শন উইলিয়ামসের অনবদ্য সেঞ্চুরি সত্ত্বেও ২৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

১৬২ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন উইয়ান মুলডার। ওয়ানডাউনে নামা এই ব্যাটারের ১৪৭ রানের অনবদ্য এক ইনিংসের ওপর ভর করে ৩৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ফলে ৫৩৬ রানের লিড দাঁড়ায় তাদের।

জয়ের জন্য ৫৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩২ রান করেছে জিম্বাবুয়ে। এখনও তাদের করতে হবে ৫০৫ রান। হাতে আছে দুইদিন ও ৯ উইকেট।

দ্বিতীয় দিন শেষ বিকেলেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষ করে তারা ১ উইকেটে ৪৯ রান নিয়ে। তৃতীয় দিন ব্যাট করতে নেমে দ্রুত টনি ডি জর্জির উইকেট হারায় কেশভ মাহারাজের দল। এরপর একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন উইয়ান মুলডার। অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে একে একে উইকেট পড়তে থাকে।

ডেভিড বেডিংহ্যাম করেন ৩৫ রান। প্রথম ইনিংসে রেকর্ড সেঞ্চুরি করা ১৯ বছর বয়সী লুয়ান দ্রি প্রিটোরিয়াস এই ইনিংসে আউট হন ৪ রান করে। ৩ রান করে আউট হন ডিওয়াল্ড ব্রেভিস। কাইল ভেরাইনি ও করবিন বোস- দু’জনই করেন ৩৬ রান করে। শেষ মুহূর্তে অধিনায়ক কেশভ মাহারাজ ৫১ রান করে আউট হন। জিম্বাবুয়ে বোলার ওয়েলিংটন মাসাকাদজা নেন ৪ উইকেট।

শেয়ার করুন