শাহজালালে দাঁড়িয়ে থাকা বোয়িংয়ে লাগেজ ট্রলির ধাক্কা

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটে ধাক্কা দিয়েছে একটি লাগেজ ট্রলি। এতে বোয়িং এয়ারক্রাফটি বাইরের দিকে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বিমানের ভেতরে কোনো যাত্রী ছিল না।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটটি পার্কিং করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।

বিমান সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বে’তে এসে থামে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়। সেসব যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বে’তে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ ৮ উড্ডয়নে প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি যখন ডানে ঘোরে, তখন এর পাখার সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং উড়োজাহাজটির গায়ে আঘাত হানে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্লেনটি যখন ডানে ঘোরে, তখন এর পাখার সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং উড়োজাহাজটির গায়ে আঘাত হানে। তখন ভেতরে কোনো যাত্রী ছিল না। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

শেয়ার করুন