ভিয়েতনামের সঙ্গে ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তি, ২০ শতাংশ শুল্কারোপের ঘোষণা

মত ও পথ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভিয়েতনামের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। বুধবার (২ জুলাই) শেষ মুহূর্তের আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়।

আগে এসব পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক নির্ধারিত ছিল, যা আগামী সপ্তাহে কার্যকর হওয়ার কথা ছিল। এপ্রিল মাসে ট্রাম্প ঘোষিত ‘পারস্পরিক শুল্ক’ নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে নতুন চুক্তির আওতায়, ভিয়েতনাম এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে ২০ শতাংশ শুল্ক দেবে, যেখানে এর আগে শুল্ক হার ছিল অনেক বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ভিয়েতনামে রপ্তানি করা পণ্যে কোনো শুল্ক থাকবে না বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ভিয়েতনাম এমন কিছু করতে রাজি হয়েছে যা তারা আগে কখনো করেনি—যুক্তরাষ্ট্রকে তাদের বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে। অর্থাৎ, আমরা ভিয়েতনামে শূন্য শুল্কে পণ্য রপ্তানি করতে পারবো।

তবে চুক্তিতে একটি কঠোর শর্ত রাখা হয়েছে—যে পণ্যগুলো চীনের তৈরি হলেও ভিয়েতনাম হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকে (যাকে ‘ট্রান্স-শিপিং’ বলা হয়), সেগুলোর ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো জানান, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া এক-তৃতীয়াংশ পণ্য আসলে চীনের তৈরি, যা ঘুরপথে আমদানি হয়।

বিশ্লেষকদের মতে, এই নতুন চুক্তিতে ভিয়েতনামের বড় লাভ হয়েছে, যদিও শুল্ক হার কিছুটা বেশি থাকছে। যুক্তরাষ্ট্রের অ্যামচ্যাম হ্যানয়ের নির্বাহী পরিচালক অ্যাডাম সিটকফ বলেন, চুক্তিটি ভিয়েতনামের জন্য ইতিবাচক। এখান থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি অব্যাহত থাকবে।

তবে তিনি ট্রান্স-শিপিং সংক্রান্ত শুল্কের বিষয়ে সতর্কতা দেন। কারণ এই বিষয়টি ‘রাজনৈতিক ও অস্পষ্ট ব্যাখ্যার আওতায় পড়ে।’

চুক্তির দিনই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মহাসচিব তো লাম। তিনি ট্রাম্পকে দেশটিতে সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, ট্রাম্প পরিবার ভিয়েতনামে ১৫০ কোটি মার্কিন ডলারের হোটেল, গলফ ক্লাব ও বিলাসবহুল রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ট্রাম্প টাওয়ার নির্মাণের জন্যও হো চি মিন সিটিতে জায়গা খোঁজা হচ্ছে।

প্রসঙ্গত, এপ্রিলে ট্রাম্প বিশ্বজুড়ে শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে ১০ শতাংশে তা নামিয়ে আনেন, যাতে দেশগুলো আলোচনায় বসে। এখন পর্যন্ত যুক্তরাজ্য ও চীনের সঙ্গে সাময়িক চুক্তি হলেও, ভিয়েতনামের সঙ্গে এই ‘গ্রেট ডিল অব কো-অপারেশন’ সবচেয়ে বিস্তৃত বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন