এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভালো অবস্থানে রয়েছে ভারত। ১৮০ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ১ উইকেটে ৬৪ রান করে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। শুবমান গিলদের লিড এখন ২৪৪ রানের।
প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল স্কোর গড়েছিল ভারত। জবাবে ব্যাট করতে শুরু ৮৪ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। প্রচণ্ড চাপের মুখে দাঁড়িয়ে ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। তারা দুজন যেভাবে দৃঢ়তার সঙ্গে ব্যাট করছিলেন, তাতে মনে হয়েছে ইংল্যান্ডকে ভারতের খুব কাছাকাছি নিয়ে যেতে পারবেন।
কিন্তু ব্রুকের উইকেট পতনের পর আর বেশি এগোতে পারেনি ইংল্যান্ড। ৩ উইকেটে ৭৭ রান নিয়ে দিনের খেলা শুরু ইংল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৪০৭ রানে।
দিনের শুরুতেই আউট হয়ে যান জো রুট (৪৬ বলে ২২)। এরপর গোল্ডেন ডাক মারেন অধিনায়ক বেন স্টোকস (১ বলে ০)। এরপরই ব্রুক ও স্মিথের সেই জুুটি। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১৫৮ রান (১৭ চার ১ ছক্কা) করে সাজঘরে ফেরেন ব্রুক। ডানহাতি ইংলিশ ব্যাটারকে বোল্ড করে এই জুটি ভাঙেন ভারতের আকাশ দ্বীপ।
অন্যদিকে স্মিথ অপরাজিতই থেকে যান। ২০৭ বলে হার না মানা ১৮৪ রান (২১ চার ৪ ছক্কা) করেন উইকেটরক্ষক ব্যাটার। এটিই তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।
ভারতের হয়ে ৭০ রানে ৬ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ। ৪ উইকেট নেন আকাশ দ্বীপ।