ফেনীতে বেড়িবাঁধে ভাঙন, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

ফেনী প্রতিনিধি

টানা বর্ষণে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের পাঁচ স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে করে ফেনীর বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভাঙন এলাকা ফুলগাজী ও পরশুরামের মানুষদের নিরাপদ স্থানে যেতে মাইকিং করা হচ্ছে।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৪০ মিলিমিটার। যা চলতি মৌসুমের সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, রাত ৮টায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরই মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বেড়িবাঁধের একটি অংশ ভেঙে কয়েকটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়।

উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার বিকেলে সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। নদীর পানি গড়িয়ে সুবার বাজারের দক্ষিণাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, পরশুরাম উপজেলার জংগলঘোনার দুটি স্থান, গদানগর, ফুলগাজীর দেড়পাড়া, সাহেব নগরে বেড়িবাঁধের পাঁচটি স্থান ভেঙে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শেয়ার করুন