৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ রুটের

মত ও পথ ডেস্ক

জো রুট
জো রুট। ফাইল ছবি

ছিল না বাজবলের ঝাঁজ। আগের টেস্টে হেরে কি অনেকটাই সতর্ক হয়ে গেলো ইংল্যান্ড? লর্ডসে ভারতের বিপক্ষে প্রথম দিনে ৮৩ ওভারে ৪ উইকেটে ২৫১ রান তুলেছে ইংল্যান্ড। রানরেট ৩.০২!

দিনের শেষ দুই বল মোকাবেলা করেন বেন স্টোকস। অপরপ্রান্তে জো রুট ৯৯ রানে অপরাজিত থাকলেও তাড়াহুড়ো করে তাকে স্ট্রাইক দেয়ার চেষ্টা করেননি ইংলিশ অধিনায়ক। এ কারণেই ৩৭তম টেস্ট সেঞ্চুরির জন্য রাতভর অপেক্ষা করতে হচ্ছে রুটকে। অধিনায়ক বেন স্টোকস অপরাজিত ছিলেন ৩৯ রানে।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং নেন স্টোকস। যে সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। টসে জিতে ব্যাটিং নেওয়া সর্বশেষ তিন টেস্টেই হেরেছে ইংল্যান্ড। তবু স্টোকস নিচের সিদ্ধান্তে পিছপা হননি।

প্রথম সেশনে ১৪তম ওভারে নিতিশ কুমার রেড্ডি ইংল্যান্ডের দুই ওপেনারকে উইকেটরক্ষকের ক্যাচ বানালে চাপে পড়ে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১৮ ও বেন ডাকেট করেন ২৩ রান।

গিল ক্যাচ না ছাড়লে দুই আউটের মাঝে অলি পোপকেও ফেরাতে পারতেন রেড্ডি। প্রথম বলেই জীবন পাওয়া পোপ ফিরেছেন ৪৪ রান করে জাদেজার শিকার হয়ে। এর আগে জো রুটকে নিয়ে তৃতীয় উইকেটে ১০৯ রান যোগ করেন পোপ। রুটকে নিয়ে পুরো দ্বিতীয় সেশন কাটিয়ে দেওয়া পোপ ফিরেছেন চা বিরতি থেকে ফিরে প্রথম বলেই।

এরপর হ্যারি ব্রুক (১১) বুমরাহর শিকার হওয়ার পর রুটের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক বেন স্টোকস। প্রথম দিন শেষে এ জুটি অবিচ্ছিন্ন ৭৯ রানে।

শেয়ার করুন