শেরপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সকালে উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে পুশইন করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন, মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী, মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা, মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু, আলম আমীনের ছেলে কাজল, জামালের স্ত্রী ফাতেমা, আল আমীনের ছেলে আদিল ও ইয়ামিন, জামালের কন্যা লামিয়া ও রাবেয়া।

গ্রেপ্তারকৃতরা জানায়, দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত আমজাদ আলীর চিকিৎসার জন্য অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে যান তারা। পরে আমজাদ আলী সেখানে মারা গেলে বাকিরা সেখানেই থেকে যান। পরের জীবিকার তাগিদে তারা শ্রমিকের কাজ শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে বিএসএফ সদস্যরা আজ শুক্রবার পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন