বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের ওপর ‘চটলেন’ ট্রাম্প

মত ও পথ ডেস্ক

বন্যাদুর্গত এলাকায় ট্রাম্প। ছবি : এএফপি (ফাইল)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের ভয়াবহ বন্যাদুর্গত হিল কান্ট্রি অঞ্চল পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের প্রশংসা করেছেন। গত সপ্তাহে ঘটা আকস্মিক বন্যায় এ অঞ্চলে অন্তত ১২০ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বহু শিশুও ছিল।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পর এক গোলটেবিল আলোচনায় ট্রাম্প টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের প্রশংসা করে বলেন, তারা অসাধারণ কাজ করেছেন।

তবে ট্রাম্প প্রশাসনসহ স্থানীয় কর্তৃপক্ষের ওপর বন্যার আগে পর্যাপ্ত সতর্কতা না দেওয়ার অভিযোগ উঠেছে।

এক সাংবাদিক দুর্গত পরিবারের হতাশা নিয়ে প্রশ্ন করলেন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেন, আমি জানি না আপনি কে, তবে এমন প্রশ্ন শুধুমাত্র একজন খুব খারাপ মানুষই করতে পারে। আমি মনে করি, পরিস্থিতির আলোকে সবাই দুর্দান্ত কাজ করেছে।

অনেক সমালোচক অভিযোগ করছেন, জাতীয় আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থায় বাজেট কাটছাঁটের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাজেট হ্রাসের কারণে আবহাওয়ার পূর্বাভাসে কোনো সমস্যা হয়নি, যদিও স্থানীয় কিছু কার্যালয়ে পদ খালি ছিল।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প এফইএমএ বিলুপ্ত বা তার দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে অন্য সময় বলবো।

বন্যার আগে কের কাউন্টি কর্তৃপক্ষ একটি আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করলেও, অর্থ বরাদ্দ না পাওয়ায় তা বাস্তবায়ন হয়নি।

সূত্র: এএফপি

শেয়ার করুন