সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শুক্রবার শ্রীলঙ্কাকে ৯–১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বপ্না-সাগরিকারা।
সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন এবং সাথে এবারের আয়োজকও বাংলাদেশ। পিটার বাটলারের দল বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টটির এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়নের মতোই। আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে আফঈদা-মৌসুমীরা ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।
বড় জয়ে হ্যাটট্রিক করেছেন সাগরিকা। জোড়া গোল করেছেন মুনকি আক্তার। একটি করে গোল করেছেন স্বপ্না রানী, রূপা আক্তার, শান্তি ও শিখা।
ম্যাচের শুরুতে প্রথম মিনিটেই ফ্রি–কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। এর ঠিক তিন মিনিট পরেই দ্বিতীয় গোল করেন ফরোয়ার্ড মুনকি আক্তার। একক প্রচেষ্টায় প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক ঠেকিয়েছেন কয়েকটা, মিস করেছেন বাংলাদেশের ফরোয়ার্ডরাও।
প্রথমার্ধে আরও একটি গোল আসে সাগরিকার পা থেকে। ডান প্রান্ত থেকে আসা ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান তরুণ এই ফরোয়ার্ড। যদিও প্রথমার্ধে বাংলাদেশের আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
বিরতির পর ৪৭ মিনিটে বাম দিক থেকে শান্তি মার্ডির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ৪৯ মিনিটে শিখা গোল করে ব্যবধান ৫-০ করেন। ৫৩ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান হয় ৬-০। ৫৮ মিনিটে পূজা দাসের ক্রসে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। এতে বাংলাদেশের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০। ৮৫ মিনিটে রূপা আক্তারের গোলে ব্যবধান হয় ৮-০।
শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল পেলেও বাংলাদেশ ম্যাচ শেষ করে আরও একটি গোল দিয়ে। শান্তি মার্ডির পা থেকে আসে বাংলাদেশের নবম এবং শেষ গোলটি। এই জয় শুধু স্কোরবোর্ডে বড় ব্যবধান নয়, বরং দলগত দাপট এবং কৌশলগত পরিপক্বতারও নিদর্শন। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিও যে ভালোভাবে হয়েছে, তার প্রমাণ মিলেছে এই ম্যাচে।
জাতীয় দলের চারজন আফঈদা, স্বপ্না, মুনকির ও উমেহলাকে নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। বিরতির পর সবাইকে বসিয়ে নতুনদের খেলার সুযোগ দেন তিনি। তারপরও বাংলাদেশের মেয়েরা প্রাধান্য বিস্তার করে খেলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল-বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে দলগুলো। সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন।