রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাত ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রায়সাহেব বাজার, তাঁতিবাজার হয়ে মিটফোর্ড হাসপাতাল ঘুরে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত ১০টায় ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস ঘুরে রোকেয়া হলের সামনে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এ হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
এছাড়া ঢাকা কলেজেও রাত সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। হলপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি সাইন্সল্যাব, নীলক্ষেত হয়ে মূল ফটকে এসে শেষ হয়। তারা রাজনৈতিক চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং ফ্যাসিবাদ রুখে দেওয়ার অঙ্গীকার করেন।
তিন শিক্ষা প্রতিষ্ঠানের এই বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা এক কণ্ঠে দ্রুত বিচার ও শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান।