যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একাধিক পোস্টে ট্রাম্প এই নতুন শুল্কের ঘোষণা দেন। ইউরোপ ও মেক্সিকোর সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
এর আগে সপ্তাহজুড়ে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। একইসঙ্গে কপার বা তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
২৭ সদস্য রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন ব্লক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দীর্ঘ আলোচনা শেষে ইইউ শূন্য-শুল্কে শিল্পপণ্য বিনিময়ের মতো একটি বিস্তৃত চুক্তির আশা করছিল। কিন্তু আলোচনার জটিলতা ও অগ্রগতির অভাবে এখন অন্তর্বর্তীকালীন চুক্তির দিকেই ঝুঁকছে ইউরোপ।
শুল্ক আরোপের ঘোষণা সম্পর্কে আগে থেকেই প্রস্তুত ছিল ইইউ। বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের পরিধি প্রসারিত হওয়ার প্রেক্ষাপটে এই আশঙ্কা বাড়ছিল।
এ প্রসঙ্গে জার্মানি দ্রুত চুক্তির পক্ষে অবস্থান নিলেও, ফ্রান্সসহ আরও কয়েকটি সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের শর্তে একতরফা চুক্তিতে না যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
ট্রাম্পের নতুন শুল্কনীতি আগামী নভেম্বরের নির্বাচনের আগে আমেরিকা ফার্স্ট অবস্থানকে জোরদার করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে ইউরোপের শিল্প খাত, বিশেষ করে জার্মান রফতানি নির্ভর অর্থনীতি এই শুল্কের কারণে চাপে পড়তে পারে।
ট্রাম্প প্রশাসন এখনও জানায়নি কোন কোন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। তবে শিল্প ও প্রযুক্তিপণ্যের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ইইউ নেতারা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল বাণিজ্য সম্পর্ক বজায় রাখার পাশাপাশি নিজেদের শিল্পখাত রক্ষায় বিকল্প প্রস্তুতি নিতে শুরু করেছেন।