শেষ মুহূর্তের গোলে নেপালকে হারালো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার জালে ৯ গোল দেওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে নেপালকে। রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে বাংলাদেশ জিতেছে শেষ মুহূর্তের গোলে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়েছিল। বাংলাদেশের হয়ে গোল করেছেন শিখা, সাগরিকা ও তৃষ্ণা রানী। ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। উত্তেজনা ও হাতাহাতিতে দুই দলের দুই জনকে লালকার্ড দেখিয়েছেন রেফারি।

১১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় নেপালের। কর্নার কিক ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক স্বর্না। নেপালের ফরোয়ার্ড সুপ্রিয়া রংয়ের গায়ে লেগে বল চলে যায় পোস্ট ঘেঁষে বাইরে।

১৭ মিনিটে লিড নেয় বাংলাদেশ। বাম দিক দিয়ে ঢুকে সাগরিকা টপ অফ দ্য বক্সে পাস দেন মুনকির আক্তারকে। মুনকি দুইজনকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকলে এগিয়ে আসেন নেপালের গোলরক্ষক। মুনকির প্লেসিংয়ে গোলরক্ষক পরাস্ত হলেও গোললাইন থেকে ক্লিয়ার করেন গঙ্গা নোকিয়া। বল চলে যায় শিখার পায়ে। কোন ভুল করেননি এই রাইট উইঙ্গার। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দর্শকদের উল্লাসে ভাসান।

২৮ মিনিটে বক্সের মাথায় ফ্রি-কিক পেয়েছিল নেপাল। আনিশা রাজের শটে ফিরে আসে ক্রসবারে লেগে।৩৬ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। বাম দিক থেকে শান্তি মারদি বল ফেলেন পোস্টের সামনে। শিখার পরপর দুইবারের চেষ্টা নস্যাৎ হয় গোলরক্ষকের গায়ে লেগে। এরপর সাগরিকা বল জালে পাঠান।

৫৬ মিনিটে বল দখলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাগরিকা ও নেপালের সিমরান। রেফারি দুইজনকেই লালকার্ড দেখালে বাকি সময় দুই দলকে ১০ জন নিয়ে খেলতে হয়।

৭৭ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান কমায় নেপাল। বক্সে মানেই সেনকে ধাক্কা দিয়ে ফেলে দেন জয়নাব বিবি রিতা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ব্যবধান কমান মিনা।

ব্যবধান কমানোর পর নেপালের মেয়েরা মরিয়া হয়ে লড়তে থাকে ম্যাচে ফিরতে এবং ৮৬ মিনিটে সফলও হয়। নেপাল সমতায় ফেরে বাংলাদেশের ডিফেন্সের চরম ভুলে। হাই লাইন ডিফেন্সে নেপালকে অফসাইড ফাঁদে ফেলতে যাওয়ার খেসারত দিতে হয় স্বাগতিকদের। সুযোগে বল নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে যান পুর্নিমা রায়। আড়াআড়ি পাসে বল দেন মিনা দেউবাকে। ঠান্ডা মাথায় বল পোস্টে জমা করে উল্লাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড।

নির্ধারিত সময় শেষে ইনজুরি সময়ের খেলা হয় ৭ মিনিট। ম্যাচের শেষ মুহূর্তের গোলে জয়ের ধারা অব্যাহত রাখে পিটার বাটলারের দল। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে এখন বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ দল

স্বর্না রানী মন্ডল, আফঈদা খন্দকার (রুমা আক্তার), নবিরন খাতুন, জয়নাব বিবি রিতা, স্বপ্না রানী, সাগরিকা (লালকার্ড), বন্যা খাতুন (তৃষ্ণা রানী), মুনকির আক্তার, পূজা দাস, সিনহা জাহান শিখা, শান্তি মারদি।

শেয়ার করুন