কিংস্টন টেস্ট : ১৫ উইকেট পতনের দিনে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

কিংস্টন টেস্টের দ্বিতীয় দিনে ১৫ উইকেট পতন হয়েছে। ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেটে ১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে গেছে রস্টন চেজের দল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬৯ রান তুলতেই ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াও।

সপ্তম উইকেটে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি করে দিনের খেলা শেষ করেছেন দুই অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও ক্যামেরন গ্রিন। দিন শেষে অসিদের সংগ্রহ ৬ উইকেটে ৯৯ রান (গ্রিন ৪২* ও কামিন্স ৫*)। এতে তাদের লিড ১৮১ রানের। এই লিডকে ২৫০ রান পর্যন্ত নিতে পারলেই লড়াই করার মতো পুঁজি পেয়ে যাবে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে ২২৫ রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় অসিরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৫ বলে ৩৬ রান করেন জন ক্যাম্পবেল। শাই হোপ ২৩, রস্টন চেজ ও জাস্টিন গ্রিভস ১৮ করে ও ওপেনার ব্রান্ডন কিং ১৪ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান স্যাম কনস্টাস। আরেক ওপেনার উসমান খাজা ১৪, স্টিভ স্মিথ ৫, ট্র্যাভিস হেড ১৬, বিউ ওয়েবস্টার ১৩ ও অ্যালেক্স কেরে ০ রানে আউট হন। ৩ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ।

শেয়ার করুন