মোহাম্মদপুরের গ্যাং প্রধানসহ গ্রেপ্তার ৪২

মত ও পথ ডেস্ক

গ্রেফতার
গ্রেফতার। প্রতীকী ছবি

সারাদেশে বিশেষ অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রোববার শুরু হওয়া অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুরে গ্যাং প্রধানসহ গ্রেপ্তার হয়েছেন ৪২ জন। প্রথম দিনের অভিযানে ঢাকায় মোহাম্মদপুর এলাকা অগ্রাধিকার পেয়েছে।

তবে পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, দু-একদিনের মধ্যে অভিযানে আরও ভালো ফল মিলতে পারে। অভিযানে করণীয় নিয়ে আজ মঙ্গলবার সারাদেশের পুলিশ সুপারদের (এসপি) দিকনির্দেশনা দেবেন আইজিপি বাহারুল আলম। ভার্চুয়ালি তারা যুক্ত হবেন।

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এলাকায় আলোচিত ‘আয়েশা গ্রুপ’। সেই গ্রুপের প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা ও তাঁর সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-২ জানায়, রোববার সাভারের ভাকুর্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আয়েশা শীর্ষ সন্ত্রাসী ‘কবজিকাটা’ আনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী। আয়েশা ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা দিনদুপুরে দলবল নিয়ে কম জনসমাগম এলাকায় পথচারীকে জিম্মি করে ছিনতাই করতেন। রাতে বাসাবাড়ি বা চলন্ত গাড়িতে লুটপাট চালাতেন।

র‍্যাব-২ বলছে, আয়েশাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আয়েশা জানিয়েছেন, তিনি রাজমিস্ত্রি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে কবজিকাটা আনোয়ারের হাত ধরে সন্ত্রাসের জগতে প্রবেশ করেন। তাঁর নির্দেশেই বিভিন্ন অপরাধে নেতৃত্ব দিতেন তিনি।

এদিকে, মোহাম্মদপুরে আলাদা অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ‘পানি রুবেল গ্যাং’ নামে একটি ছিনতাইকারী চক্রের সদস্য। গতকাল জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল এ পাঁচজনকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. লায়েছ, শাহীন ওরফে অটো শাহীন, মো. শুভ, আবদুল আলিম ও মিলন হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটিটিসি।

এদিকে, বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শেয়ার করুন