পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম, শামীন মাহফুজ (৪৮)। তিনি গাইবান্ধার কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্নেস উইং) এসপি মাহফুজুল আলম রাসেল বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সাভার মডেল থানায় এটিইউর দায়ের করা একটি মামলায় র্যাব গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে শামীনকে গ্রেপ্তার করে এবং সেদিনই তাকে এটিইউতে হস্তান্তর করে।
পরে শামীনকে ঢাকার এক আদালতে হাজির করলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এটিইউর এসপি মাহফুজুল আলম রাসেল বলেন, বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন।
এর আগে টিটিপির সঙ্গে জড়িতের অভিযোগে গত ২ জুলাই সাভার থেকে ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ইউনিটটি জানিয়েছে, ফয়সাল দীর্ঘদিন ধরে টিটিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের পক্ষে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল।