স্পেনে উচ্চ তাপমাত্রার কারণে গত দুই মাসে এক হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে, তাদের বড় একটি অংশের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে আর অর্ধেকের বেশি নারী। দেশটির পরিবেশ মন্ত্রণালয় গতকাল এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
তাপদাহে স্পেনের গ্যালিসিয়া, লা রিওহা, আস্তুরিয়াস ও ক্যান্তাব্রিয়া অঞ্চলে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অঞ্চলগুলোর সবগুলোই দেশটির উত্তর অর্ধাংশে। দেশটির এই অংশে আগে গ্রীষ্মকালে ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও গত কয়েক বছরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। প্রায়ই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।