ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি।
পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে ১৯ শতাংশ শুল্ক দিতে হবে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, ওই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে গতকাল নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে, তা খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট।
গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। এ সময়ে ওই দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য সময় দেন তিনি।
সেই সময়সীমা ৯ জুলাই শেষ হয়। পরে চুক্তির জন্য আলোচনার সময় বাড়িয়ে ১ আগস্ট করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের চুক্তি হয়েছে। আর নতুন শুল্কের পরিমাণ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশকে চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।