গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে আগেই নাম লিখিয়েছে রংপুর রাইডার্স। গ্রুপপর্বের শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তবে এই ম্যাচে যেমন ব্যাটিং করেছে নুরুল হাসান সোহানের দল, ফাইনালের আগে দুশ্চিন্তা বাড়তেই পারে।
গায়ানায় বৃষ্টির বাধায় ম্যাচটি শেষ করা যায়নি। তার আগে ১৩.৫ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।
৪৫ মিনিটে দেরিতে টস হয়। রংপুর রাইডার্স অধিনায়ক আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আবারও বৃষ্টি শুরু হয়। ৯০ মিনিট পর যখন খেলা শুরু হয়, ম্যাচটি হয়ে যায় ১৭ ওভারের লড়াই।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট তাদের বোলিং শুরু করে দুই প্রান্তে স্পিন দিয়ে। শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে রংপুর। পাওয়ার প্লেতে ধীরগতিতে রান তোলে তারা হারায় দুই ওপেনার ইব্রাহিম জাদরান (৫) আর সৌম্য সরকারকে (০)।
এরপর মাহিদুল ইসলাম ২০ বলে ২৫ রানের ইনিংস খেলে দিয়ে যান। সাইফ হাসান করেন ২২ বলে ২৫। এর পরের ব্যাটাররা কেউ ৫ রানের বেশি করতে পারেননি।
ইফতিখার আহমেদ ৩, নুরুল হাসান ৫, ইয়াসির আলী ৩, হারমিত সিং ৫, কামরুল ইসলাম ২, রাকিবুল হাসান ০ আর খালেদ আহমেদ ৩ রানে অপরাজিত থাকেন।
সেন্ট্রালের আঙ্গুস স্কো, জেডেন লেনক্স আর ব্লেয়ার টিকনার নেন তিনটি করে উইকেট।
শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় টুর্নামেন্টের ফাইনালে গায়ানা এমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।