সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাক্স সিক্সটি টি-টেনে প্রথম জয় পেয়েছে মিয়ামি ব্লেজ। গতকাল শুক্রবার জর্জ টাউনে গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল। চলতি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল মিয়ামি।
এই ম্যাচে ওপেনিংয়ে নেমে ১১ বলে ২৯ রানের (৩ চার ২ ছক্কা) বিধ্বংসী ইনিংস খেলেছেন সাকিব। এরপর বল হাতে গুরুত্বপূর্ণ ১ উইকেট নিয়েছেন টাইগার অলরান্ডার।
আগে ব্যাট করতে নামা মিয়ামিকে বড় পুঁজির ভিত গড়ে দেন সাকিব। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ২২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। এতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১১০ রান তোলে মিয়ামি।
জবাবে ৪ ওভারে ২ উইকেটে ৪৮ রান তুলে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে ফেলকন্স। কিন্তু পরবর্তী ৩৫ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। শেষমেশ ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রানে থামে ফেলকন্স।
সাকিব তুলে নেন ৮ বলে ১৬ রান করা রোনালদো আলিমোহামেদের উইকেট। এর আগে ব্যাটিংয়ের সময় তার হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন সাকিব।
এদিন ২ ওভার বোলিং করে ১৯ রান খরচা করেন সাকিব।