ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ড। তবে এই ম্যাচে কিউইদের কাছে স্রেফ উড়ে গেছে স্বাগতিক জিম্বাবুইয়ানরা। ৩৭ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে তাদেরকে হারিয়েছে নিউজিল্যান্ড।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকেই ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটাররা। ওপেনিং জুটিটা একটু যা ভালো করেছিল। ওয়েসলি মাধভিরে ও ব্রায়ান বেনেত মিলে ৩৭ রানের জুটি গড়ে তোলেন।
২০ বলে ২১ রান করে ব্রায়ান বেনেট আউট হয়ে গেলে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুইয়ানরা। ৩২ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ওয়েসলি মাধভিরে। ১২ রান করেন টনি মুনিওঙ্গা। ১২ রান করে সংগ্রহ করেন সিকান্দার রাজা, রায়ান বার্ল। ৯ রানে অপরাজিত ছিলেন তিনোতেন্দা মাপোসা।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া অ্যাডাম মিলনে, মিচেল সান্তনার, মিচেল ব্রেসওয়েল ও রাচিন রাবিন্দ্রা নেন ১টি করে উইকেট।
জবাব মিতে নেমে শুরুতেই ওপেনার টিম সেইফার্টকে হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫ রানে প্রথম উইকেট পড়লেও কিউইদের বিপর্যয়ে পড়তে দিলেন না ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা। দু’জন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ১৯ বলে ৩০ রান সংগ্রহ করার পর আউট হয়ে যান রাবিন্দ্রা।
এরপর বাকি কাজ সারেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল মিলে। কনওয়ে ৪০ বলে ৫৯ রানে এবং ড্যারিল মিচেল ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।