আওয়ামী লীগের ডাকা হরতাল সমর্থনে টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আগুন জালিয়ে বিক্ষোভ করেছেন একদল যুবক।
রোববার (২০ জুলাই) সকাল থেকে এই বিক্ষোভের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার মধ্যরাতে মহাসড়কে যানবাহন আটকে এই বিক্ষোভ করা হয়।
ভিডিওতে দেখা যায়, মহাসড়কের কোনো এক জায়গায় কাঠ ও প্লাস্টিকের চেয়ার জ্বালিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শ্লোগান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকজন যুবক। এ সময় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নাম বলে তারা শ্লোগান দেন। তবে মহাসড়কের কোথায় বিক্ষোভ করেছে তা জানা যায়নি।
এই ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। তবে মহাসড়কের কোথায় করেছে তা এখনও জানা যায়নি।”