নরসিংদীতে কারাগারে হামলার এক বছরেও ধরা পড়েননি পলাতক ১২২ বন্দী

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা কারাগারে হামলার এক বছর পেরিয়ে গেলেও এখনো পলাতক ১২২ জন আসামিকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হয়নি লুট হওয়া ৩৪টি আগ্নেয়াস্ত্র ও ৬ হাজারের বেশি গুলি।

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কারাগারে হামলা হয়। ওই সময় ৮২৬ জন বন্দী পালিয়ে যান। লুট করে নেওয়া হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৮ হাজার গুলি। হামলাকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেন ২৯ হাজার মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র।

কারাগার সূত্র বলছে, পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর মধ্যে ৬৪৬ জন বন্দী আদালতে আত্মসমর্পণ করেন। এ ছাড়া পলাতক ১৮০ জন বন্দীর মধ্যে গ্রেপ্তার করা হয় ৫৮ জনকে। এখনো পলাতক ১২২ জন। অন্যদিকে হামলা সময় লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৫১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই হামলার পর কিছুদিন বন্দীদের আশপাশের জেলা কারাগারে পাঠানো হলেও মেরামত শেষ হওয়ায় এখন পুরোদমে চালু আছে নরসিংদী জেলা কারাগারের কার্যক্রম। ৩৪৪ জন ধারণক্ষমতাসম্পন্ন এ কারাগারে বর্তমানে রাখা হয়েছে ৯০০ জনের বেশি বন্দী। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

নরসিংদীর জেল সুপার মো. শামীম ইকবাল বলেন, ওই দিনের হামলায় কারাগারে ২৯ হাজার মামলার নথিপত্র পুড়ে যাওয়ায় বন্দীদের মামলার ধরন, সাজাভোগের সময় এবং পরিচয় শনাক্ত–সম্পর্কিত নানা সমস্যা হচ্ছে। আদালতের সহায়তায় ও প্রযুক্তির মাধ্যমে তথ্যগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

নরসিংদী শহরের বাইরে শিবপুরের কামারগাঁও এলাকায় আধুনিক কারাগার নির্মাণের কাজ চলমান। ২০ একর জায়গাজুড়ে নির্মাণাধীন ওই কারাগারটিতে এক হাজার বন্দীর ধারণক্ষমতা থাকবে। তথ্যপ্রযুক্তির সুবিধাসম্পন্ন কারাগারটির কাজ ২০২৬ সালের জুনে শেষ হবে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।

শেয়ার করুন