১০ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মত ও পত ডেস্ক

সংগৃহীত ছবি

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১৯৯২ সাল থেকে ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এরই মধ্যে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তোড়জোড়।

উৎসব কর্তৃপক্ষ জানায়, এবারের আসরের পর্দা উঠবে ১০ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

ইতোমধ্যে প্রস্তুতিমূলক সব কার্যক্রম পরিচালনা করছে রেইনবো ফিল্ম সোসাইটি। চলছে চলচ্চিত্র প্রিভিউয়ের কাজ। ১০টি ভিন্ন ভিন্ন সেকশনে ইতোমধ্যে জমা পড়েছে ৬০টির বেশি দেশের কয়েক শতাধিক চলচ্চিত্র। ফিল্ম সাবমিশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের উৎসবে থাকছে চতুর্থবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ প্রজেক্ট। এতে সাবমিশন ডেডলাইন ৩১ জুলাই পর্যন্ত। চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে পুরো ল্যাবটি চার দিনব্যাপী হবে।

এশিয়া মহাদেশের যে কোনো ফিল্মমেকার তার প্রজেক্ট জমা দিতে পারবেন এই ল্যাবে। সেরা ১০টি প্রজেক্ট উৎসব চলাকালীন অনলাইনে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন মেন্টরদের দ্বারা গ্রুমিং হওয়ার সুযোগ পাবে। সেরা তিনটি প্রজেক্ট পাবে যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ নগদ অর্থ পুরস্কার। পুরস্কারের অর্থ স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে প্রদান করা হবে। এমনটাই জানান উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

আয়োজন প্রসঙ্গে জামাল বলেন, ‘গোটা বিশ্ব থেকে জমা পড়া অসংখ্য ছবি থেকে দুই আড়াইশ বাছাই করা বেশ কঠিন বিষয়। এর সঙ্গে শতাধিক বিদেশি প্রতিনিধি, দেশি অতিথি, সাংবাদিক এবং দর্শক ছাড়াও আমাদের ভেন্যু, নিরাপত্তা, আবাসন অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিতে হয়। এখন থেকেই আমরা কাজ করছি, যেন আগামী উৎসবটা অতীতের চেয়েও সুন্দর হয়।’

প্রতিবারের মতো এবারও উৎসবের অন্যতম অংশ হয়ে থাকছে চলচ্চিত্রে নারী বিষয়ক দ্বাদশ সম্মেলন।

শেয়ার করুন