ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। তিনি বলেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। গত মাসেই পরমাণু সমৃদ্ধকরণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ইরান। তবে তেহরানও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে এবং এতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
আব্বাস আরাঘচি বলেন, ইউরেনিয়াম এখন বন্ধ রাখা হয়েছে কারণ গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এটা স্পষ্ট যে আমরা আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে করতে পারব না। এটা আমাদের বিজ্ঞানীদের একটি অর্জন এবং এখন তার চেয়েও বেশি এটি জাতীয় গর্বের প্রশ্ন। সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আরাঘচি মার্কিন সম্প্রচারক ফক্স নিউজকে এসব কথা বলেন।
সাক্ষাৎকারের শুরুতে আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত তবে আপাতত তারা সরাসরি আলোচনা করবে না। যদি তারা উভয়ের জন্যই লাভজনক সমাধানের জন্য আসে, তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করতে প্রস্তুত।
তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণ থাকবে তা প্রমাণ করার জন্য আমরা যেকোনো আস্থা তৈরির পদক্ষেপ নিতে প্রস্তুত এবং ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং বিনিময়ে, আমরা আশা করি তারা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি আমার বার্তা হলো, আসুন ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাই।
তিনি বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে একটি সমাধান রয়েছে। আমরা অতীতে একবার এটা করেছি। আমরা আবারও এটা করতে প্রস্তুত।
২০১৫ সালে তেহরানের সঙ্গে বেশ কয়েকটি বিশ্বশক্তির মধ্যে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়। চলতি বছরের শুরুতে তেহরান এবং ওয়াশিংটন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছিল। চুক্তির আওতায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান দেশটির পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে গোপন পারমাণবিক কর্মসূচি চালানোর অভিযোগ করার পর ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে।
নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য গত মে মাসে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় অংশ নেয়। কিন্তু ১৩ জুন ইসরায়েল ইরানজুড়ে সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক বোমা হামলা চালালে সেই আলোচনা ভেস্তে যায়।
গত ২৪ জুন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানে ৯ শতাধিক এবং ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত হয়।