মোশাররফ করিম ফিরছেন ধারাবাহিক নিয়ে

মত ও পথ ডেস্ক

অভিনেতা মোশাররফ করিম
অভিনেতা মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ও বহুমুখী অভিনেতা মোশাররফ করিম অভিনয়ের সব মাধ্যমেই সমান তালে বিচরণ করেন। বড় পর্দায় সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ, খণ্ড নাটক কিংবা ধারাবাহিকে– সবখানে তাঁর উপস্থিতি দর্শকদের কাছে নতুন রকমের আনন্দ নিয়ে আসে। গত ঈদুল আজহার সময়ে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘ইনসাফ’। এর আগের ঈদেও তিনি হাজির হয়েছিলেন ‘চক্কর’ সিনেমা নিয়ে, যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবির পাশাপাশি মোশাররফ করিম নিয়মিত ছিলেন টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মেও। তাঁর অভিনয়ের বহুমাত্রিক যাত্রাই দর্শকদের কাছে তাঁকে বিশেষ করে তুলেছে। এবার মোশাররফ করিম নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’ নিয়ে ফিরছেন ছোটপর্দায়।

নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করছেন শামীম জামান। এতে মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ অভিনেত্রী মিম চৌধুরী। শুটিং সম্পন্ন এবং নাটকটি ৩ আগস্ট থেকে মাছরাঙ্গা টিভিতে প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহে পাঁচ দিন রাত ৮টা ৩০ মিনিটে এটি দেখতে পারবে দর্শক।

মোশাররফ করিম মিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, মিম ভালো কাজ করে এবং সবসময় আরও ভালো করার চেষ্টা করে। ওর সঙ্গে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। মিমও মোশাররফকে নিয়ে বলেন, তিনি একজন ন্যাচারাল ও এনার্জিটিক অভিনেতা। ওর সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি।

পরিচালক শামীম জামান জানান, মোশাররফ করিম নিঃসন্দেহে একজন অসাধারণ অভিনেতা। আমরা বহুবার একসঙ্গে কাজ করেছি, তাই বোঝাপড়া খুব ভালো। মিমও খুব সিরিয়াস একজন পারফর্মার।

‘শাদী মোবারক’ একটি পারিবারিক হাস্যরসাত্মক গল্প, যেখানে দৈনন্দিন সম্পর্কের ওঠানামা, ভুল বোঝাবুঝি ও মমতার গল্প সাজানো হয়েছে। আ খ ম হাসান, রোবেনা রেজা জুঁইসহ আরও একঝাঁক গুণী শিল্পী রয়েছেন নাটকে।

সম্প্রতি ফজলুর কবির তুহিন পরিচালিত ‘বিলডাকিনী’ ছবিতে তিনি গেয়েছেন ‘ভালো ভালো লাগে না’ শীর্ষক গানটি, যা জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়ে প্রশংসিত হয়েছে। এছাড়া তাঁর হাতে রয়েছে ‘কুরবাবু’ চলচ্চিত্র। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

শেয়ার করুন