দুই ফরম্যাটে (টেস্ট ও টি-টোয়েন্টি) ৮টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এই সফরে ৮ ম্যাচের সবগুলোতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে সফরকারী দল। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও স্বাগতিকরা হেরেছে ৫-০ ব্যবধানে!
আজ মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে অসিদের।
টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে সিরিজ জয় একটি বিরল কীর্তি। এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র একবার। ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৫-০ ব্যবধানে জিতেছিল ভারত।
এছাড়া কোনো দ্বিপক্ষীয় সিরিজে সফরকারী দলের কোনো হার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ (৮-০) জয়ের রেকর্ড এটি। এর আগে ২০১৭ সালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯-০ ব্যবধানে হারিয়েছিল ভারত।
মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল আর ৩ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে ফেলে অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৫২ রান করে মিডলঅর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার। শারফেন রাদারফোর্ড ১৭ বলে ৩৫ ও জেসন হোল্ডার ১৫ বলে ২০ রান করেন। অস্ট্রেলিয়ার বেন ওয়ারসুইস ৪১ রানে ৩ উইকেট শিকার করেন।
ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৩৭ রান করেন মিচেল ওয়েন। ক্যামেরন গ্রিন ১৮ বলে ৩২, টিম ডেভিড ১২ বলে ৩০ ও ২৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে সাজঘরে ফেরেন অ্যারন হার্ডি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট শিকার করেন আকিল হোসেইন।