রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। পাশাপাশি তারা বাসেও আগুন দিয়েছে।
সোমবার রাত পৌনে ১১টার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মারুফ বলেন, রাত পৌনে ১১টার দিকে রামপুরা কাঁচা বাজারের সামনে অনাবিল বাসের চাপায় একজন নিহত হন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে অনেকে বলছে, একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর কন্ট্রোল কর্মকর্তা লিমা খানম বলেন, রামপুরায় একটি বাসে আগুন দিয়েছে জনতা। খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে।