নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আগামীকাল সোমবার রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রথম দিন সংলাপে যাবে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আজ রোববার বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালি এই তথ্য নিশ্চিত করেছেন।
জালালি জানান, আগামীকাল সোমবার বিকাল চারটায় বঙ্গভবনে যাবে জাতীয় পার্টির আট সদস্যের একটি প্রতিনিধি দল। তবে এই প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে জানাতে পারেননি খন্দকার দেলোয়ার জালালী।
আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।
প্রধান নির্বাচন কমিশনারের জন্য দুইজন, চারজন নির্বাচন কমিশনারের জন্য আটজনের নাম সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন। সেখান থেকে রাষ্ট্রপতি সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নামের তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার চূড়ান্ত করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে একদিনে একাধিক দলের সঙ্গেও বৈঠক হতে পারে।
প্রেস সচিব জানান, মঙ্গলবার বৈঠক হবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু) এর সাথে। সংলাপের মাঝামাঝি পর্যায়ে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হতে পারে বলে জানান জয়নাল আবেদীন।