ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার (০৭ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদরের আমেনা খাতুন (৭০) ও গফরগাঁও উপজেলার হেলাল উদ্দিন (৫০) নামে দুজন মারা গেছেন।
ডা. মুন আরও জানান, বর্তমানে আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন এবং ২৪ ঘণ্টার মধ্যে কেউ সুস্থ হয়নি।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১১১ জনের নমুনা পরীক্ষা করে আটজনের করোনা শনাক্ত হয়েছে।