ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বিক্রম দোরাইস্বামী
সংগৃহীত ছবি

ঢাকায় ভারতীয় হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ৭৩তম প্রজাতন্ত্র দিবস।

বুধবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৯টায় বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এ সময়৷

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন শেষে দেশটির রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। করোনা ভাইরাসের মধ্যেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ও করেন।

শেয়ার করুন