ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। খবর বিবিসি ও এপি নিউজের।
পেন্টাগন জানায়, নর্থ ক্যারোলিনার ঘাঁটি থেকে জার্মানি ও পোল্যান্ডে পাঠানো হবে প্রায় দুই হাজার সেনা। আগে থেকে জার্মানিতে থাকা এক হাজার সেনাকে মোতায়েন করা হবে রোমানিয়ায়।
পেন্টাগন মুখপাত্র জন কিরবি জানান, সেনা মোতায়েনের মাধ্যমে পুতিনকে শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিশ্ববাসীর প্রতি বার্তা এটিই যে, ন্যাটো যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের কাছে গুরুত্বপূর্ণ।
এর আগে গত মাসে এক ঘোষণায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেনের প্রয়োজনে প্রস্তুত থাকবে সাড়ে ৮ হাজার মার্কিন সেনা।
এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা মোতায়েনকে ‘ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেছে রাশিয়া।