রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর অসাধারণ গোলে জয়ে ফিরল লিভারপুল। সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জিতেছে লিভারপুল।
ফিরমিনো দলকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি ডি বক্সের কাছ থেকে শট করে গোল করেন সালাহ।
গোলশূন্য কাটে প্রথমার্ধ। বল দখলে প্রায় সমানে সমান ছিল দুদল। তবে গোলের উদ্দেশ্যে শট বেশি নেয় লিভারপুল। তাদের ৯টির বিপরীতে ইন্টার তিনটি শট নেয়, যদিও কারোর শটই গোল আসেনি।
খেলার সপ্তম মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে বল পেয়ে যান মোহামেদ সালাহ। কিন্তু গোল করতে ব্যর্থ হন সালাহ।
১০ মিনিটে একটি সুযোগ পান ইন্টার মিলানের হাঁকান কালহানোগ্লু। সতীর্থ ইভান পেরিসিচের ক্রস ডিবক্সে পেয়ে শট নেন তিনি। কিন্তু ক্রসবারে লেগে মাঠে ফেরে বল।
বল ক্লিয়ার না করে ৩০ ও ৩৩তম মিনিটে দুবার গোলরক্ষককে ব্যাকপাস দিয়ে বিপদ ডেকে আনতে যাচ্ছিল ইন্টার। কোনোমতে বেঁচে যায় তারা।
খেলার ৪০তম মিনিটে সুযোগ আসে লাউতারো মার্টিনেসের সামনে। তবে শট নিতে একটু সময় নিয়ে ফেলেন তিনি। সেই সুযোগে দলকে রক্ষা করেন অ্যান্ডি রবার্টসন। পরের মিনিটে কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করলেও গোল করতে পারেনি স্বাগতিকদের মিলান স্ক্রিনিয়ার।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিভারপুলকে চেপে ধরে ইন্টার মিলানের। ৬০তম মিনিটে বল জালেও পাঠায় তারা। কিন্তু এদিন জেকো অফসাইডে থাকায় গোল দেননি রেফারি।
অনেকটা খেলার ধারার বিপরীতেই ৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে গোল করেন বিরতির সময় বদলি নামা ফিরমিনো।
খেলার ৮৩তম ব্যবধান গোল করেন সালাহ। ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে গোলের জন্য শট নেন মিশরের এই স্ট্রাইকার। ইন্টারের একজনের গায়ে লেগে একটু দিক পাল্টে বল জড়ায় জালে। বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।
আগামী ৮ মার্চ অ্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। এই জয়ের ফলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেছে লিভারপুল।