অস্কার অনুষ্ঠানে অতিথিদের দেখাতে হবে টিকা সনদ

বিনোদন প্রতিবেদক

অস্কার
ফাইল ছবি

আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কার বিতরণী অনুষ্ঠান। হলিউডের ডলবি থিয়েটারে এটি অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথির সংখ্যা আড়াই হাজার।

করোনার কারণে এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আমন্ত্রিতদের করোনা বিধি মেনে যোগদান করতে হবে। প্রমাণ হিসেবে দেখাতে হবে টিকা সনদ। তা নাহলে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে।

এদিকে অস্কার বিতরণী অনুষ্ঠানে কারা মাস্ক পরে আসবেন, কারা মাস্ক পরবেন না, ইতোমধ্যে সেটিও জানানো হয়েছে।

বলে হয়েছে, মনোনীত অতিথি ও তার অতিথিদের মাস্ক পরতে হবে না। তবে শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে হবে তাদের।

লস অ্যাঞ্জেলসে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। অস্কার আয়োজক কমিটি ক্রমাগত আলোচনা চালাচ্ছে সরকারি কর্মকর্তা ও করোনা বিশেষজ্ঞদের সঙ্গে। সুরক্ষাবিধি মেনে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে কমিটি।

শেয়ার করুন