ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

মত ও পথ ডেস্ক

বাঁয়ে বেনেট ডানে বাইডেন
বাঁয়ে বেনেট ডানে বাইডেন। ফাইল ছবি

ইসরায়েল সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সফরের প্রস্তাব দেন। তবে বাইডেনের সম্ভাব্য সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি উভয়পক্ষ।

বেনেটের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। বেনেট জেরুজালেমে সহিংসতা ও উসকানি বন্ধের প্রচেষ্টা সম্পর্কে বাইডেনকে অবহিত করেছেন। পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসায় সম্প্রতি উত্তেজনা লক্ষ্য করা গেছে। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলি বাহিনীর কয়েক দফা সংঘর্ষে দুইশ জন আহত হয়েছেন। আটক হন তিন শতাধিক। শুক্রবারও ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ ফিলিস্তিনি আহত হন।

হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, বাইডেন উত্তেজনা কমাতে এবং পবিত্র রমজানে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিতে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে চলমান প্রচেষ্টার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

দুই নেতার মধ্যে ইরান ইস্যুটিও প্রাধান্য পায়। ইসরায়েল সরকার বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত থেকে প্রত্যাহার না করার অনুরোধ জানান বেনেট।

শেয়ার করুন