ইউক্রেনের পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন থেকে সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে রাশিয়ায় পণ্য ও প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ায় রপ্তানির ওপর এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে যুক্তরাজ্য বলছে, এই পণ্য ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে মস্কো। খবর রয়টার্সের।

যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতি রেকর্ড সংকোচনের মুখে। এমন পরিস্থিতিতে মিত্রদেশ হিসেবে যুক্তরাজ্যের সাহায্য চেয়ে অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য-বিষয়ক মন্ত্রী আন্নে-ম্যারি ট্রেভেলিয়া এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

ট্রেভেলিয়া বলেছেন, যব, মধু, প্যাকেটজাত টমেটো, হাঁস-মুরগির মাংসের মতো প্রধান রপ্তানি পণ্যসহ ইউক্রেনের সব পণ্যের শুল্ক কমিয়েছে যুক্তরাজ্য।

বিবৃতিতে ট্রেভেলিয়া আরও বলেন, চলমান এ লড়াইয়ে আমরা ইউক্রেনের পক্ষে আমরা অবিচল। একটি মুক্ত ও সার্বভৌম জাতি হিসেবে ইউক্রেনের টিকে থাকা ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবে যুক্তরাজ্য।

রাশিয়ায় যেসব পণ্য রপ্তানিতে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে, এর মধ্যে গতিবিধি পর্যবেক্ষণ ও নজরদারি সরঞ্জাম রয়েছে। চোরাপথে রাশিয়া যাতে যুক্তরাজ্য থেকে এসব পণ্য কিনতে না পারে, এ জন্য বিদ্যমান ফাঁকফোকর বন্ধ করে দেওয়া হবে।

শেয়ার করুন