ফের পোশাক বিতর্কে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

খোলামেলা পোশাক পরে এর আগেও বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার সাহসী পোশাক গায়ে জড়িয়ে আবারও ভাইরাল হয়েছেন দেশি গার্ল। স্বামী নিক জোনাসের সঙ্গে নৈশভোজ সেরে বেরোনোর সময়ে প্রিয়াঙ্কা ধরা দিয়েছেন কালচে-সবুজ রঙের স্বচ্ছ পোশাকে।

এরইমধ্যে প্রিয়াঙ্কার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে। ছবিতে দেখা যায়, কালো রঙের হাত কাটা স্বচ্ছ পোশাকে, হাতে ছিল তুতে রঙের ব্যাগ। নিক জোনাসকে দেখা গিয়েছে কালো ঝলমলে কোট ও প্যান্টে।

স্বচ্ছ পোশাকে এর আগেও একাধিকবার ধরা দিয়েছেন বলিউডের পর হলিউড মাতানো এ অভিনেত্রী। নায়িকার ভক্তদের একাংশ বলছে, ভাইরাল ভিডিওতে উৎসাহী চিত্র গ্রাহকদের ক্যামেরা ঝলসে উঠতেই কিছুটা অপ্রস্তুত মনে হয়েছে তাকে। তবে তড়িঘড়ি নিজের ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেন নিকপত্নী প্রিয়াঙ্কা।

তার ভক্তদের অন্য একটি অংশের বক্তব্য, প্রিয়াঙ্কার মতো অভিনেত্রী এতোটা আনকোড়া নন যে, তিনি এমন আনস্মার্ট লুকে প্রকাশ্যে আসবেন।

শেয়ার করুন