বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বকে বুদ্ধিবৃত্তিক সেবা দেয়ার জন্য কাজ করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম হাইটেক সেন্টারগুলোতে কাজ করছে। সেগুলোকে আমরা নলেজ ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তুলেছি।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিউইয়র্কের ম্যানহাটনে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্ট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সরকার আয়োজিত মেগা কনসার্টটি উপভোগ করেন হাজারো বাংলাদেশী ও বিদেশি দর্শক। মহান মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানের স্মৃতিবিজড়িত এ ম্যাডিসন স্কয়ার গার্ডেন।
অনুষ্ঠানে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি প্রতিমন্ত্রী পলক ৫০বছরে বাংলাদেশের অর্জন তুলে ধরেন।
মঞ্চে ২০ মিনিটের পরিবেশনায় দর্শক-শ্রোতার মন জয় করে বাংলাদেশের ব্যান্ডদল চিরকুট। এরপর বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়নসের পরিবেশনায় মেতে ওঠেন দর্শকরা।
‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’, নিউইয়র্কে বসবাসরত ও সেখানে বেড়াতে যাওয়া দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।